মানসম্মত চিকিৎসা নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্লিনিকে অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
মানসম্মত চিকিৎসা নিশ্চিত না করা পর্যন্ত হাসপাতাল-ক্লিনিকে অভিযান চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
৬ জেলার স্বাস্থ্য স্থাপনা উদ্বোধন এবং প্রান্তিক পর্যায়ে কর্মীদের মাঝে ল্যাপটপ ও পিডিএ বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। তিনি আরো বলেন, এর আগে স্বাস্থ্য বিভাগের অভিযানে ১৭’শ অবৈধ ক্লিনিক-হাসপাতাল বন্ধ করা হয়েছে। নিবন্ধনহীন প্রতিষ্ঠান বন্ধ করা হবে। স্বাস্থ্য সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে ভার্চুয়াল বক্তব্য দেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য আবুল হাসেম খান, কুমিল্লা-২ আসনের সেলিমা আহমাদসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৬ জেলার ২৯টি প্রকল্প উদ্বোধন করা হয়।