মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ঢাকামুখী মানুষের ঢল নেমেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ঢাকামুখী মানুষের ঢল নেমেছে।
গত কয়েদিনের মতো শুক্রবারও বৃষ্টি উপেক্ষা করে পাটুরিয়া ফেরিঘাটে ছিল ঢাকামুখী পোশাক শ্রমিকদের ভীড়। এই নৌপথ দিয়ে ফেরি পার হয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে কর্মজীবী শ্রমিকরা তাদের কর্মস্থলে যান। কিন্তু বৃষ্টি ও গণপরিবহন না থাকায় বিপাকে পড়তে হয় তাদের। পাটুরিয়া ঘাট থেকে ঢাকা পর্যন্ত যেতে হয়েছে রিক্সাভ্যান, সিএনজি, মোটর সাইকেল কিংবা পিকআপ ভ্যানে করে। তাও এক স্টেশন থেকে অন্য স্টেশনে যেতে হয়েছে ভেঙে-ভেঙে। অনেককে পায়ে হেঁটেও রওনা দেন কর্মস্থলে। সেই সাথে ভাড়া দিতে হয়েছে কয়েক গুণ বেশি।