মানিকগঞ্জের সাটুরিয়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
মানিকগঞ্জের সাটুরিয়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা হয়েছে।
বিকেলে উপজেলার দেলুয়া গ্রামে সবুজ বাংলা যুব উন্নয়ন সংঘের উদ্যোগে এ সংবর্ধনা ও মতবিনিয় অনুষ্ঠিত হয়। সংঘের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আ খ ম নূরুল হক, জেলা পরিষদের সদস্য আমজাদ হোসেন লাল মিয়া, ভাইস চেয়ারম্যান আবুল বাশারসহ অন্যরা। সভাশেষে মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেয়া হয়।