মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় প্রায় অর্ধশতাধিক ব্রীজ-কালভার্ট ঝুঁকিপূর্ণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় প্রায় অর্ধশতাধিক ব্রীজ-কালভার্ট ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ব্রীজগুলো এখন চলাচলের অনুপযোগী হয়ে গেছে।
গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নত ও সহজ করার লক্ষ্যে আশির দশকে এলজিইডি ও উপজেলা পরিষদের উদ্যোগে সিংগাইরে নির্মিত হয় অর্ধশতাধিক ব্রীজ-কালভার্ট। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় এগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
বেশি ঝুঁকিপূর্ণ ব্রীজগুলো পুনঃনির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান, এই কর্মকর্তা।শিগশিগই ব্রীজ-কালভার্ট নির্মাণ কাজ শুরুর দাবি জানিয়েছে, স্থানীয়রা।