মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরির অপরাধে ৬ কারখানার মালিককে অর্থদন্ড
- আপডেট সময় : ০৪:৪১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
এসএ টিভিতে সংবাদ প্রচারের পর মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরি করার অপরাধে ৬ কারখানার মালিককে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
সকাল থেকে দুপুর পর্যন্ত সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয় যৌথ অভিযান পরিচালনা করে এ অর্থদন্ড প্রদান করে। সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা উত্তর শিমুলিয়া গ্রামের গোপাল ঘোষকে ২০, দড়গ্রাম ঘোষ পাড়ার অজিত ঘোষকে ১৫ এবং বিমল ঘোষকে ১৬ হাজার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় অর্থদন্ড প্রদান করেন। একই ধারায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল দড়গ্রাম ঘোষ পারার ৩ কার খানার মালিককে ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরির একটি প্যাকেজ গতকাল এসএটিভিতে প্রচার হওয়ার প্রশাসন এই অভিযান পরিচালনা করেন।