মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর খাদে পড়ে দুইজনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
মানিকগঞ্জ সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর খাদে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় বালিটেক বেরিবাধ আঞ্চলিক সড়কের হাটিপাড়া বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দু’জনই ট্রাক্টর চালকের সহযোগী ছিল। তাদের পরিচয় এখনো জানা যায় নি। মানিকগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা খাঁনে আলম জানান, রোববার সন্ধ্যায় হাটিপাড়ার গঙেরচকে খুঁটি বোঝাই একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।