মানিকগঞ্জে হাঁস-মুরগি ও ছাগলের ঘর নির্মাণে উঠেছে দুর্নীতির অভিযোগ
- আপডেট সময় : ০৫:২১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
- / ১৯৫৪ বার পড়া হয়েছে
মানিকগঞ্জে হাঁস-মুরগি ও ছাগলের ঘর নির্মাণে উঠেছে দুর্নীতির অভিযোগ। প্রতিটি ঘর নির্মাণের জন্য কৃষকের নামে ২০ হাজার টাকা করে বরাদ্দ আসে। তবে সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জোর করে চেকে কৃষকদের স্বাক্ষর নিয়ে টাকা তুলে নেন। পরে নিজের পছন্দের লোক আর নিম্নমানের সামগ্রী দিয়ে ঘর তৈরি করে দিচ্ছেন। খামারীদের অভিযোগ ২০ হাজার টাকার ঘর তৈরি হচ্ছে ১০ হাজার টাকায়।
প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট শুরু হয় ২০১৯ সালে। সেই সময় সাটুরিয়া উপজেলার বালিয়াটি ও ফুকুরহাটি ইউনিয়নে ৫৩ জন খামারী ১৩ টি দল গঠন করে। চলতি বছরে বালিয়াটি ইউনিয়নের খলিবাদ গ্রামে ২৬ টি, হাজিপুর গ্রামে ২৭ টি হাস মুরগির ঘর এবং ফুকুরহাটি ইউনিয়নে ২৩ টি ছাগলের খামারের জন্য ৮০ বাই ৬০ ইঞ্চির টিনের ঘর নির্মাণের জন্য বরাদ্দ দেয়া হয়।
প্রতিটি ঘরের জন্য বরাদ্দ ২০ হাজার টাকা। সাটুরিয়া উপজেলা প্রাণী সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ৫৩ জন খামারীর কাছে থেকে জমা নেন ২০ হাজার টাকার চেক। কিন্তু নিম্নমানের সামগ্রী দিয়েপোল্ট্রি ও গবাদির জন্য ঘর নির্মাণ হয় মাত্র ১০ হাজার টাকায়।
তবে প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, ঘরে কোন ত্রুটি থাকলে তা মেরামত করে দেয়া হবে।
সংশ্লিষ্ট খামারীরা এ প্রাণী সম্পদ কর্মকর্তার শাস্তি দাবী করেছেন।