মানিকগঞ্জে ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত
- আপডেট সময় : ০৬:২২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
মানিকগঞ্জে ৩ জন করোনাভাইরাসে আক্রান্তসহ দেশের বিভিন্ন জেলায় সহস্রাধিক মানুষকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।আইসোলেশনে রয়েছেন অনেকে। কয়েকজনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে লকডাউন করা হয়েছে কয়েকটি জেলা।
মানিকগঞ্জের সিঙ্গাইরে তাবলীগ জামাতের ১১ জনের নমুনা পরীক্ষায় তিনজনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। বেলা ১১ টার দিকে সিভিল সার্জন ডা: আনোয়ারুল আমিন আখন্দ এই তথ্য নিশ্চিত করেন। ওই তিনজনকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনের রাখা হয়েছে।
গোপালগঞ্জে নতুন করে হোম কোয়ারেন্টাইন নেয়া হয়েছে ২ জনকে। এ নিয়ে জেলায় ৮৬ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে।
ফেনীতে করোনা সন্দেহে ১৭ ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।নতুন করে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ২২ জনকে।
পাবনায় নতুন করে ৪জনকে হোম কোয়ারন্টোইনে রাখা হয়েছে। সর্বমোট ৯০৬ জনকে হোম কোয়ারন্টোইনে রাখা হয়। আর আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছে একজন।
ময়মনসিংহে বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৩ জন।
গাইবান্ধায় নতুন ৪ জনসহ হোম কোয়ারেন্টাইনে রয়েছে মোট ১৫৮ জন।প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১ জন। আইসোলেশনে রয়েছেন ৫ জন।
চাঁদপুরে করোনা উপসর্গ থাকায় আরো ৪ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে ।
মাগুরায় ১৫ জনকে কোয়ারন্টোইনে রাখা হয়েছে। এদিকে করোনা সংক্রমন থেকে রক্ষা পেতে সবাইকে ঘর থেকে বের না হতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে মালয়েশিয়া ফেরত যুবককে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হয়েছে।
কুড়িগ্রামে ৩০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া করোনা ভাইরাসের উপসর্গ থাকায় ৮ উপজেলায় ১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
মৌলভীবাজারের কমলগঞ্জে উত্তর পতনউষার গ্রামের চারটি বাড়ি লকডাউন করা হয়েছে। এই চারটি বাড়ির লোকজন পাশের রাজনগর উপজেলার লকডাউন এলাকা থেকে আসায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক সরেজমিন গিয়ে বাড়িগুলোকে চিহ্নিত করে লকডাউন করেন।
ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় নতুন ১২ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।
জামালপুরের করোনা ভাইরাস প্রতিরোধে হোম কোয়ারেন্টাইনে আছে ৩০ জন। এছাড়া মেলান্দহে একজন করোনা রোগী শনাক্ত হওয়ায় তাকে শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে ।
চুয়াডাঙ্গায় হোম কোয়ারান্টাইনে রয়েছে ১৭ জন। গত ২০ দিনে হোম কোয়ারান্টাইন থেকে ছাড়াপত্র পেয়েছেন ৫১০ জন।
দিনাজপুরে করোনা উপসর্গ রয়েছে এমন ১৭ জনের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
নেত্রকোনার পুর্বধলায় গত দুইদিনে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে দু’জন মারা যাওয়ায় তাদের নমুনা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ কারণে পূর্বধলা উপজেলার জুগলী গ্রামকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন করা হয়েছে।