মানিকগঞ্জ ও টাঙ্গাইলে আলাদা সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৬ জনসহ ১৩ জন নিহত
- আপডেট সময় : ০৬:২৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০
- / ১৫২১ বার পড়া হয়েছে
মানিকগঞ্জ ও টাঙ্গাইলে আলাদা সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৬ জনসহ ১৩ জন নিহত হয়েছে।
বিকেলে মানিকগঞ্জের দৌলতপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ছয়জনসহ নিহত হয়েছেন ৭ জন। নিহতদের মধ্যে ছয়জন একই পরিবারের সদস্য। অন্যজন অটোরিকশা চালক। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ট্রাকের ধাক্কায় ৬ বাস যাত্রী নিহত হয়েছে। সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের কুরনী এলাকায় বিকল হয়ে থাকা বাসকে ট্রাক ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে।এতে আহত হয়েছে অন্তত ৫ জন। রংপুর থেকে ছেড়ে আসা সেবা ক্লাসিক পরিবহণের একটি যাত্রীবাহী বাস মির্জাপুর উপজেলার কুরনী এলাকায় মেরামতের জন্য রাস্তার পাশে দাঁড় করানো হয়। এ সময় ঢাকাগামী সবজি ভর্তি একটি ট্রাক বাসটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৪ জন এবং পরে হাসপাতালে নেয়ার পথে আরো দুইজন মারা যায়।
মাদারীপুরে যাত্রীবাহী বাস-ইজিবাইক মুখোমুখি সংর্ঘষে ১০ যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, হবিগঞ্জের বাহুবলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। দুপুরে বাহুবল উপজেলার চারগাও নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আরশাদ আলী মিরপুর এলাকার সফর আলীর ছেলে।