মানিকগঞ্জ-ঢাকা রুটে গণপরিবহনে আবারো শুরু হয়েছে চাঁদাবাজি
- আপডেট সময় : ০৩:৪০:২৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
মানিকগঞ্জ-ঢাকা রুটের গণপরিবহনে আবারো শুরু হয়েছে চাঁদাবাজি। প্রতিদিন শ্রমিক কল্যাণ তহবিল ও মালিক সমিতির নামে লাখ লাখ টাকা চাঁদা আদায় চলছে বলে অভিযোগ উঠেছে। বাস শ্রমিকরা বলছেন, করোনার কারণে গাড়ি বন্ধ থাকার সময় মালিক এবং শ্রমিক নেতারা কথিত কল্যাণ তহবিল থেকে কাউকে কোনো আর্থিক সহযোগিতা করেনি। তহবিলে কত টাকা কোথায় আছে, তাও কেউ জানে না। তবে মালিক সমিতির দাবি, তাদের নিজস্ব অর্থায়নে আট শতাধিক শ্রমিককে ত্রাণ দেয়া হয়েছে।
সাধারণ ছুটি প্রত্যাহারের পর থেকে মানিকগঞ্জ, পাটুরিয়া ও আরিচা ঘাট থেকে ঢাকার রুটে ১০টি কোম্পানির ৬ শতাধিক বাস চলাচল শুরু হয়েছে। জেলার সাতটি উপজেলায় হালকা যানবাহন এবং ছ’শতাধিক বাস মিলিয়ে পরিবহন শ্রমিকের সংখ্যা প্রায় ২১ হাজার।
বন্ধের দু’মাসে কর্মহীন হয়ে পড়া এই শ্রমিকদের কোনো ত্রাণ সহায়তা না দিয়ে অনুগত কিছু স্বজনকে দেয়া হয় ৫/১০ কেজি করে চাল। কিন্তু, গণপরিবহন চালু হওয়ার পরদিন থেকেই আবার শ্রমিক কল্যাণ তহবিল ও মালিক সমিতির নামে লাখ লাখ টাকা চাঁদা গুণতে হচ্ছে তাদের। টাকা না দিলেই শ্রমিকদের কাছ থেকে গাড়ির চাবি কেড়ে নেয়া হচ্ছে।
মালিক সমিতির নেতারা জানান, প্রতিদিন যানবাহন-প্রতি মাত্র ৬০ টাকা করে নেয়া হচ্ছে।
ঘামঝরা কথিত কল্যাণ তহবিলের হিসাব নিয়মিত অডিট ও প্রতিবেদনসহ দুঃসময়ে তা কাজে লাগানোর দাবি সংশ্লিষ্ট শ্রমিকদের।