মানিকছড়ি উপজেলা বিএনপি’র সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপি’র সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি।
দুপুরে মানিকছড়ি উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একতরফা ঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যানের ঘোষণা দেন উপজেলা বিএনপির সভাপতি এমএ করিম চেয়ারম্যান। এসময় বিএনপি নেতা আরব আলী চেয়ারম্যান, মুজিবুল হক বাহার, আলী নুর ও জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী তীব্র ক্ষোভ প্রকাশ করেন। আগামী ৪৮ ঘন্টার মধ্যে ঘোষিত আহ্বায়ক কমিটি বাতিল করা না হলে, মানিকছড়ি বিএনপির পক্ষ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান নেতারা।