মানিকনগরের কুমিল্লা পট্টিতে আগুনে পুড়ে গেছে দেড় শতাধিক ঘর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৭:২১ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
ঢাকা মহানগরীর মানিকনগরের কুমিল্লা পট্টিতে আগুন লেগে পুড়ে গেছে দেড় শতাধিক ঘর। তবে এতে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিকোল সোয়া ৩টার দিকে আগুনের সুত্রপাত হলে ফায়ার ব্রিগেডের নয়টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, কুমিল্লা পট্টির কবরস্থানের পাশে কয়েকজন মালিক মিলে নিম্নবিত্তদের জন্য প্রায় দেড়শ’ ঘর তৈরি করে ভাড়া দেন। এসব ঘরের প্রায় সবগুলোই পুড়ে গেলে দরিদ্র ভাড়াটেরা পথে বসেছেন। ফায়ার সার্ভিস জানায়, সেখানকার একটি টিনশেড ঘর থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে ক্ষতিগ্রস্থদের সহায়তা দেয়ার কথা জানান, স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।