মানুষের পকেট কেটে উন্নয়নের খোলসে ক্ষমতাসীনরা পকেট ভারী করছেন : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৭:৪৭:০৭ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
মানুষের পকেট কেটে উন্নয়নের খোলসে ক্ষমতাসীনরা নিজেদের পকেট ভারী করছেন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমান বন্দর স্টেশনে গার্ডার ভেঙ্গে পড়ার সমালোচনা করে তিনি বলেন, এভাবেই তথাকথিত উন্নয়নের নামে বিপুল অর্থে নিম্নমানের কাজ করছে সরকার। আর দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলছেন, দেশ ও জনগণকে বাঁচাতে হলে, সরকারকে আগে আইসোলেশনে রাখতে হবে। সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তারা।
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের রচিত “কুপি বাতির গণতন্ত্র” বইয়ের মোড়ক উন্মোচন করতে রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে এই আলোচনা সভার আয়োজন।
আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সরকারের দুঃসাশনের সমালোচনা করেন।
বিমানবন্দরের সামনে এলিভেটেড এক্সপ্রেস ফ্লাইওভারের গার্ডার ধসের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে, বিএনপি মহাসচিব বলেন, উন্নয়নের নামে বিপুল অর্থে মানহীন কাজ করছে সরকার।
আওয়ামী লীগ রাজনীতিকে নোংরা জায়গায় নিয়েছে বলেও দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।