মামলার তথ্য গোপনের দায়ে নারায়নগঞ্জ সদর থানার ওসি ও তদন্ত কর্মকর্তাকে আদালতে তলব
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের কিশোরী অপহরণ মামলায় তথ্য গোপনের দায়ে মডেল থানার ওসি আসাদুজ্জান ও মামলার নতুন তদন্ত কর্মকর্তা পরিদর্শক আবদুল হাইকে আদালতে তলব করা হয়েছে। দুপুরে নারায়ণগঞ্জ জুডিশিয়াল আদালতের বিচারক কাওছার আলম এ আদেশ দেন।
ঐ কিশোরী বেঁচে থাকলেও তিন আসামি কিভাবে হত্যার কথা স্বীকার করে জবানবন্দী দিয়েছে তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী দুই কার্যদিবসের মধ্যে মামলার এজাহার ও জবানবন্দির নথিপত্রসহ তাদের সশরীরে উপস্থিত হয়ে এর ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেন আদালত। মামলার পরবর্তী শুনানি ৩১ আগস্ট। সেদিন গ্রেফতার চার আসামিরর জামিন ও রিমান্ড শুনানি হতে পারে। এদিকে, নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর স্কুল ছাত্রী অপহরণ ও কথিত হত্যা মামলার তিন আসামী স্বীকারোক্তি দিলেও অপহৃত জিসামনি জীবিত ফিসে আসায় আসামীদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে স্বজনরা।