মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুই মেয়ে মা এরিকোর তত্ত্বাবধানে দেশেই থাকবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫২:০১ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইমরান শরীফ ও ডা. এরিকোর দুই মেয়ে- মায়ের তত্ত্বাবধানে বাংলাদেশেই থাকবে বলে আদেশ দিয়েছে আপিল বিভাগ।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। তিন মাসের মধ্যে পারিবারিক আদালতে মামলা নিষ্পত্তিরও নির্দেশ দেয়া হয়েছে। এ সময়ে দুই সন্তানের সকল খরচ বাবাকে বহন করতে হবে বলে নির্দেশ দেয় আদালত। ২১ নভেম্বর দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা বাংলাদেশে তাদের বাবা ইমরান শরীফের কাছে থাকবে বলে রায় দেয় হাইকোর্ট। গত বছরের ৫ ডিসেম্বর ওই দুই শিশুকে নিজের জিম্মায় নিতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন জাপানি মা নাকানো এরিকো।