মারাত্মক ঝুঁকিতে পড়েছে জনশক্তি রপ্তানি খাত
- আপডেট সময় : ০৭:৫২:১৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
করোনার কারণে মারাত্মক ঝুঁকিতে পড়েছে জনশক্তি রপ্তানি খাত । একদিকে দীর্ঘ চার মাস শ্রমিক পাঠানো বন্ধ অন্যদিকে ভিসা ও বিমান টিকেট কাটা থাকলেও প্রায় দেড় লাখ শ্রমিকের যাত্রা থেমে গেছে । সংশ্লিষ্টরা বলছেন, একদিকে প্রবাসী কর্মীরা ফিরে আসতে চাইছেন অন্যদিকে গমনেচ্ছু শ্রমিকরা সংশ্লিষ্ট দেশে যেতে পারছেন না। । তাই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ জরুরী বলে মত সংশ্লিষ্টদের।
করোনার কারণে সারা বিশ্ব তছনছ। বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্য কমায় লাখ লাখ অভিবাসী কর্মী বিভিন্ন দেশে বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন। অনেকেই কাজ হারিয়ে বাধ্য হচ্ছেন দেশে ফিরে আসতে। আশঙ্কা করা হচ্ছে, ১০ লাখ বাংলাদেশি কাজ হারিয়ে দেশে ফেরত আসতে পারেন। এতে অস্থির পরিস্থিতি তৈরী হতে পারে এমন শঙ্কা বায়রার।
মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশেষ করে সৌদি আরবে এই সংকট প্রবল উল্লেখ করে বায়রা নেতারা বললেন, নতুন কর্মী পাঠানোর পাশাপাশি তাদের দেশে আসা ঠেকানো জরুরী।
জনশক্তি বিশ্লেষকরা বলছেন, মন্ত্রণালয়কে আরো সচেষ্ট হবার পাশাপাশি দেশে ফিরে আসাদের কল্যানে দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিকল্প নেই।
তাদের মতে টেকসই পুনর্বাসন নিশ্চিত না হলে ক্ষতিগ্রস্ত হবে পুরো কর্মসংস্থান খাত।