মারা গেছেন ইটালির সাবেক প্রধানমন্ত্রী বার্লুসকোনি
- আপডেট সময় : ০৫:১৬:৩১ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
৮৬ বছর বয়সে মারা গেলেন ইটালির আলোচিত ব্যক্তিত্ব সাবেক প্রধানমন্ত্রী ও মিডিয়া মোগল সিলিভিও বার্লুসকোনি৷ ইটালির রাজনীতি ও ব্যবসামহলে বর্ণাঢ্য এক জীবন পার করা এই ব্যবসায়ী শেষ বয়সে লিউকোমিয়ায় ভুগছিলেন৷
সোমবার সকালে মারা যান ইটালির তিনবারের প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি৷ মারা যাবার সময় তার বয়স ছিল ৮৬ বছর৷ লিউকোমিয়া ছাড়াও শেষ দিকে তার ফুসফুসে সংক্রমণ হয়েছিল৷
বার্লুসকোনি ১৯৯৪-৯৫, ২০০১-২০০৬ ও ২০০৮-২০১১ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন৷ বর্তমানে তিনি সরকারের কোন অংশ না হলেও ইটালির রাজনীতিতে তার প্রভাব আছে৷ তার দল ফোরসা ইটালিয়া এখনো বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ডানপন্থি জোট সরকারের অংশ৷
রাজনীতিতে যোগ দেবার আগেই তিনি ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হন৷ ইটালির সবচেয়ে বড় মিডিয়া প্রতিষ্ঠান ‘মিডিয়া ফর ইউরোপ’ প্রতিষ্ঠা করেন তিনি৷ এই প্রতিষ্ঠানের সিংহভাগ শেয়ার বার্লুসকোনি পরিবারের ব্যবসায়ী প্রতিষ্ঠান ফিনিনভেস্ট গ্রুপের কাছে রয়েছে৷ ধারণা করা হচ্ছে, তার মৃত্যুর পর তার বড় মেয়ে মারিনা বার্লুসকোনি এই প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব নেবেন৷
তার মৃত্যুর পর ইটালির সরকারের দুই জন মন্ত্রী তাৎক্ষণিকভাবে শোক প্রকাশ করেন৷ ডেপুটি প্রাইম মিনিস্টার, মাত্তেও সালভিনি বিবৃতি দিয়ে তাকে ‘একজন বিরাট ইটালিয়ান ব্যক্তিত্ব’ হিসেবে উল্লেখ করেন৷
প্রতিরক্ষা মন্ত্রী গুইদো ক্রসেত্তো টুইটারে লিখেছেন, একটি যুগের অবসান হল৷ ‘‘আমি তাকে অনেক ভালোবাসতাম৷ বিদায় সিলভিও,” লেখেন তিনি৷
তার বর্ণাঢ্য রাজনৈতিক ও ব্যবসায়ী জীবনে তিনি বেশ কয়েকবার কর ফাঁকি ও দুর্নীতির অভিযোগে কারাদণ্ড ভোগ করেন৷ পরে অবশ্য ছাড়া পেয়ে যান৷ এছাড়া একজন টিনএজ পতিতার সঙ্গে যৌনমিলনের অভিযোগও গঠিত হয় তার বিরুদ্ধে
ডয়চে ভেলে