মারিউপোলের স্টিল কারখানায় অবরুদ্ধ আড়াইশ’র বেশি ইউক্রেনীয় সেনার আত্মসমর্পণ
- আপডেট সময় : ০৩:০৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
মারিউপোলের আজোভস্তাল স্টিল কারখানায় অবরুদ্ধ আড়াইশ’র বেশি ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে বলে দাবি রাশিয়ার। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ২৪ ঘণ্টায় ইউক্রেনের ২৫৬ সৈন্য অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে। এদের মধ্যে ৫১ জন গুরুতর আহত
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ জানিয়েছেন, আত্মসমর্পণ করা ইউক্রেনের সেনাদের সঙ্গে ‘আন্তর্জাতিক মান অনুযায়ী’ আচরণ করার নিশ্চয়তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনীয় উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার জানান, আহত সেনাদের রাশিয়া-নিয়ন্ত্রিত শহর নোভোয়াজভস্কের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের প্রায় ৫৫ মাইল উত্তরে ওলেনিভকায় নিয়ে যাওয়া হচ্ছে। বন্দিদের সঙ্গে বিনিময়ের মাধ্যমে ইউক্রেন সেনাদের ঘরে ফিরিয়ে আনা হবে। এদিকে, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সুর পাল্টে বলছেন, অবরুদ্ধ সৈন্যদের জীবন বাঁচাতে সমঝোতায় রাজি তিনি।