মার্কিন নারীদের গর্ভপাতের অধিকার বাতিল করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রে ৫০ বছর আগে এক মামলায় যে রায়ে গর্ভপাতকে বৈধ করা হয়েছিল সুপ্রিম কোর্ট তা পাল্টে দেয়ার চিন্তা করছে—এমন এক নথি কয়েক সপ্তাহ আগে ফাঁস হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়।
শুক্রবার ‘রো বনাম ওয়েড’ নামে পরিচিত মামলার সেই যুগান্তকারী রায় পাল্টে দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। আন্তর্জাতিক সংবাদমাধ্যম গুলোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রায়ে বলা হয়েছে, গর্ভপাতের অধিকার সংবিধানের আওতায় থাকতে পারে না। এটি নিয়ন্ত্রণের অধিকার অবশ্যই মানুষের এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ন্যস্ত করা উচিত।
এক জরিপে বলা হয়, সুপ্রিম কোর্টের রায়ে যুক্তরাষ্ট্রে সন্তানধারণে সক্ষম অন্তত ৩ কোটি ৬০ লাখ নারী গর্ভপাতের সুবিধা থেকে বঞ্চিত হবেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই রায়কে ‘একটি দুঃখজনক ত্রুটি’ হিসেবে আখ্যায়িত করেছেন।