মার্কিন নিষেধাজ্ঞা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:১৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
রেব কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর আইনমন্ত্রী আনিসুল হক দাবি করেন, আইনশৃংখলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ‘বিচারবহির্ভূত হত্যায়’ সম্পৃক্ততার অভিযোগ সঠিক নয়। দুপুরে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
রাজনীতি ও সমসাময়িক বিষয়ে রোববার সচিবালয়ে নিজ দফতরে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সম্প্রতি রেবের সাবেক ও বর্তমান ৭ কর্মকর্তার উপর মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত দেশের জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের উৎসাহিত করবে।
রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারকদের এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। পরে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেবের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে কথা বলেন তিনি।
সচিবালয়ে তথ্য অধিদপ্তরের উদ্যোগে একটি সংকলনের মোড়ক উন্মোচন করেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ । তিনি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে দুঃখজনক ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন।
এ ঘটনা দু’দেশের সম্পর্কে প্রভাব ফেলবে না বলেও মনে করেন তথ্যমন্ত্রী।