মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও ব্লিনকেন প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৫:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও ব্লিনকেন তার দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছেন।
মার্কিন সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানের ব্যাপারে উদ্বেগ ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে তিনি এ সফরে যাচ্ছেন। মার্কিন পররাষ্ট্র বিভাগ জানায়, ব্লিনকেন কুয়েতে যাওয়ার আগে বুধবার নয়াদিল্লীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে সাক্ষাৎ করবেন । এ সময় বিশ্বের বৃহত্তম এ দুই গণতান্ত্রিক দেশ- উদীয়মান চীন, ইসলামি জঙ্গিবাদ এবং অন্য চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।