মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তরের বাকি আর দুই সপ্তাহ
- আপডেট সময় : ০৭:৩০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তরের বাকি আর মাত্র দুই সপ্তাহ। ডোনাল্ড ট্রাম্পের গরিমসিতে এ নিয়ে নানা অনিশ্চয়তার মধ্যেই মঙ্গলবার জর্জিয়া অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই সিনেট আসনের রান অফ নির্বাচন।
ডেমোক্র্যাট নাকি রিপাবলিকান, কারা পাবে সিনেটের সংখ্যাগরিষ্ঠতা তা নির্ধারিত হবে এ নির্বাচনের মধ্য দিয়ে। এর আগে, শেষ সময়ের নির্বাচনী প্রচারণায় সোমবার আটলান্টায় এক সমাবেশে যোগ দেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এসময় তিনি আবারও ট্রাম্পের দেশ পরিচালনা পদ্ধতির কড়া সমালোচনা করে বলেন, সমস্যা সমাধানের কোনো পথ না খুঁজে অনবরত ভিত্তিহীন অভিযোগ তুলে যাচ্ছেন ট্রাম্প।
একইদিন, জর্জিয়ায় রিপাবলিকান শিবিরের প্রচারণায় অংশ নিয়ে আবারও নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ তোলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে, জর্জিয়ার প্রধান নির্বাচন কর্মকর্তা ব্র্যাড রাফেনসপারজারকে নির্বাচনের ফল পাল্টাতে ট্রাম্পের চাপ প্রয়োগের ফোনালাপ ফাঁসের পর, অবশেষে এ নিয়ে মুখ খুলেছেন ওই নির্বাচনী কর্মকর্তা। তিনি দাবি করেন, ফোনালাপে নির্বাচনের ফলাফল না পাল্টালে তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার হুমকিও দিয়েছিলেন ট্রাম্প।