মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতাগ্রহণের একবছর পূর্ণ হলো আজ
- আপডেট সময় : ০২:৪২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতাগ্রহণের একবছর পূর্ণ হলো আজ। শাসনের এক বছরের মাথায় বাইডেনের জনসমর্থন প্রায় ২০ শতাংশ কমে এসেছে বলে জরিপের তথ্য পাওয়া গেছে।
তিনি আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার এবং করোনার ডেলটা ধরনে আক্রান্তের ঘটনায় সবচেয়ে বেশি সমালোচনার মুখোমুখি হয়েছেন। শ্রমিকদের টিকা বাধ্যতামূলক করার নীতিও সুপ্রিম কোর্টে আটকে গেছে। জো বাইডেনের রাষ্ট্রপতি হওয়ার এক বছরে কুইনিপিয়াক-এর জরিপে দেখা গেছে, বাইডেন ৫৬ শতাংশ জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছিলেন। এখন তার সেই জনসমর্থন গিয়ে ঠেকেছে ৩৩ শতাংশে। ৪০ বছরের মধ্যে মুদ্রাস্ফীতি এবং দ্রব্যমূল্য সবচেয়ে বেশি। ইউক্রেন নিয়ে রাশিয়ার সঙ্গে এখনো সমঝোতা পৌঁছাতে পারেননি তিনি।
২০২১’র ২০ জানুয়ারি ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জো বাইডেন। তিনি বিভক্তির দেশে সবাইকে ঐক্যবদ্ধ করার অঙ্গীকার করেছিলেন। কিন্তু প্রতিশ্রুতির তুলনায় তার কাজ কম বলে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে।