মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর, দিন যতই যাচ্ছে ততই জটিল হয়ে উঠছে ক্ষমতা হস্তান্তর
- আপডেট সময় : ০১:২৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর, দিন যতই যাচ্ছে ততই জটিল হয়ে উঠছে ক্ষমতা হস্তান্তর। নিবার্চনের ফলাফল প্রকাশের চারদিন পেরিয়ে গেলেও এখনও পরাজয় স্বীকার না করার অবস্থানে অনঢ় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন, ট্রাম্পের পরাজয় স্বীকার না করা খুবই বিব্রতকর।
ক্ষমতা হস্তান্তর নিয়ে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টালবাহানা করায় বিব্রত নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কোন কিছু করেই ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াকে বন্ধ করা যাবে না বলে হুঁশিয়ার করেছেন বাইডেন। মঙ্গলবার ডেলওয়ার অঙ্গরাজ্যে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এদিকে, ক্ষমতা হস্তান্তরে বিলম্ব হলে ফেডারেল সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার কথা ভাবছে বাইডেন শিবির। নিয়ম অনুযায়ী, ২০শে জানুয়ারি নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ নেয়ার কথা থাকলেও বর্তমান প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প এখনও হার মেনে না নেয়ায় সেই প্রক্রিয়া শুরু হয়নি। অন্যদিকে, নির্বাচন হার না মানতে ট্রাম্পকে এবার জোরালো সমর্থন জানিয়েছেন রিপাবলিকানরা। সিনেটের শীর্ষ রিপাবলিকান নেতা বলছেন, নির্বাচনে অনিয়মের বিষয়টি খতিয়ে দেখার শতভাগ অধিকার আছে ট্রাম্পের।