মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ফলাফল অনুযায়ী জো বাইডেন এগিয়ে
- আপডেট সময় : ০৭:২১:৪২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সবদিক থেকেই ফলাফল অনুযায়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ভোট প্রাপ্তি এবং ইলেক্টোরালের ক্ষেত্রে এখন পর্যন্ত বাইডেনের দাপটই দেখছে বিশ্ববাসী।
ইতিমধ্যে তার দল ডেমোক্র্যাট জয়ের পথে রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের তথ্য মতে, পপুলার ভোটের ফলাফলে এখন পর্যন্ত ৪৯ দশমিক ৯ শতাংশ পেয়েছেন বাইডেন। তার কাছাকাছি ৪৮ দশমিক ৮ শতাংশ পেয়েছেন ট্রাম্প। মোট ইলেক্টোরাল ভোটের সংখ্যা ৫৩৮টি। এর মধ্যে ২৭০টি পেলেই নির্বাচিত হবেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট। কিন্তু এ পর্যন্ত ৫৩৮টির ঘোষিত ফলাফলে ২৩৮টি পেয়েছেন জো বাইডেন এবং ২১৩টি পেয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে নির্বাচনী প্রচারের পুরো সময় করোনা মোকাবিলার চেয়ে অর্থনীতি রক্ষার বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ঠিক বিপরীত অবস্থানে ছিলেন বাইডেন। বুথ ফেরত ভোটাররা জানিয়েছেন, এবার ভোটের সময় করোনা ইস্যুকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন তারা। তবে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বর্ণবৈষম্য, অপরাধ, নিরাপত্তা এবং স্বাস্থ্যনীতি পেয়েছে প্রাধান্য।