মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাকী ৬ অঙ্গরাজ্যে চলছে ভোট গণনা
- আপডেট সময় : ০৬:৪১:৪২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে বসতে জো বাইডেনের এখন সময়ের অপেক্ষা মাত্র। বেশিরভাগ অঙ্গরাজ্যে এগিয়ে বাইডেন। চলছে নির্বাচনের সর্বশেষ ছয়টি অঙ্গরাজ্যে ভোট গণনা। জর্জিয়া, পেনসিলভানিয়া, অ্যারিজোনা ও নেভাদা এই চারটি অঙ্গরাজ্যের মধ্যে সীমিত হয়ে পড়েছে সব হিসাব-নিকাশ । এমন তথ্য দিচ্ছে মার্কিন গণমাধ্যমগুলো।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে শেষ ছয়টি অঙ্গরাজ্যে ভোট গণনা এখনো চলছে। তবে, মার্কিন গণমাধ্যমগুলো জানাচ্ছে, জর্জিয়া, পেনসিলভানিয়া, অ্যারিজোনা ও নেভাদার রুদ্ধশ্বাস লড়াইয়েও এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।
নির্বাচনের ফলাফল আসতে কয়েক দিন, কয়েক সপ্তাহ এমনকি কয়েক মাসও লেগে যেতে পারে। এটা নির্ভর করছে পরিস্থিতির ওপর।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিটি অঙ্গরাজ্যে ইলেক্টোরাল কলেজ ভোটে জয়ী হতে হয়। হোয়াইট হাউসে ক্ষমতায় যেতে প্রয়োজন ২৭০ ইলেক্টোরাল ভোট। বেশির ভাগ নির্বাচনেই ফলাফল স্পষ্ট থাকলেও আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করা হয় না। চূড়ান্ত ফল গণনার ওপর ভিত্তি করে নয় অনুমানের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের প্রধান গণমাধ্যমগুলো জয়-পরাজয়ের আগাম আভাস দেয়।
এবারের নির্বাচনে ব্যত্যয় ঘটেছে করোনার কারণে। প্রায় ৬৮ শতাংশ ভোটার এবার আগাম ভোট দিয়েছেন। এসব ভোটের মধ্যে ডাকযোগে ভোটও রয়েছে। তবে এ বছর গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে এ ধরনের ভোট গণনার আগাম প্রক্রিয়া শুরু হয়নি। নতুন আইন প্রবর্তন না হওয়ায় পেনসিলভানিয়ার পিটার্সবার্গ, ফিলাডেলফিয়া এবং এ রকম আরও অনেক শহরে ভোট গণণা বাকী রয়েছে । এখানে ৩ লাখ ৫০ হাজারের বেশি ডাকযোগে ভোট এসেছে।
জর্জিয়ায় চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এখানকার সম্ভাব্য ভোটের ৯৯ শতাংশ গণনা হয়ে গেছে। জো বাইডেন ট্রাম্পের চেয়ে চার হাজারের কিছু বেশি ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। নেভাদা অঙ্গরাজ্যে এগিয়ে বাইডেন। অঙ্গরাজ্যের আইন অনুযায়ী ১০ নভেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত যত ভোট আসবে সব গণনা করা হবে।
নর্থ ক্যারোলাইনায় ট্রাম্প বেশ জনপ্রিয়। অঙ্গরাজ্যটির কর্মকর্তারা বলছেন, ১২ নভেম্বর পর্যন্ত এই অঙ্গরাজ্যে ডাকযোগে ভোট গণনা চলবে।
পেনসিলভানিয়ায় বাইডেন প্রায় ২২ হাজার ভোটে ট্রাম্পকে পেছনে ফেলেছেন। এই অঙ্গরাজ্যের কর্মকর্তারা বলছেন, শুক্রবার রাতের মধ্যেই বেশির ভাগ ভোট গণনা শেষ হয়ে যাবে।
এদিকে নির্বাচনে ‘প্রভিশনাল ভোটের’ সংখ্যা বেড়ে গেছে। এ ক্ষেত্রে ডাকযোগে ভোট দিতে বলার পরে যাঁরা সিদ্ধান্ত বদলে কেন্দ্রে গিয়ে ভোট দেন, তাঁদের ক্ষেত্রে বিশেষ যাচাই–বাছাইয়ের প্রয়োজন হয়।