মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন
- আপডেট সময় : ১২:৩৭:১১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। দেশটির ৪৬তম প্রেসিডেন্ট তিনি। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যাপক ব্যবধানে হারিয়ে বাইডেন বসছেন হোয়াইট হাউসের মসনদে। ভোটগ্রহণের ৫দিন পর পেনসেলভেনিয়া অঙ্গরাজ্যের ইলেকটোরাল ভোট জিতে প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন কে বিজয়ী ঘোষণা করা হয়। তার রানিং মেট কমলা হারিস নির্বাচিত হয়েছেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে।
জয়ের পর জাতির সামনে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রথম ভাষণেই প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের জনগণকে বিভক্ত নয়, ঐক্যবদ্ধ করার অঙ্গীকার করেন এই ডেমোক্র্যাট নেতা। বাইডেন বলেন, বিশ্ব দরবারে যুক্তরাষ্ট্রকে আবারও মর্যাদার আসনে নেয়া হবে। বিরোধীদের সঙ্গে শত্রুর মতো আচরণ করা বন্ধ করুন। এখন সবাইকে কঠোর বক্তব্য পরিহার করে শান্ত থাকতে হবে। পরস্পরের কথা শুনতে হবে। যারা আমাকে ভোট দেননি তাদের জন্যও আমি একইভাবে কাজ করবো। ঐতিহাসিক বিজয়কে নতুন যুগের সূচনা বললেন ক্যামেলা হ্যারিস। স্থানীয় সময় শনিবার বিজয়ী ভাষণ দেন বাইডেনের সহযোদ্ধা ভাইস প্রেসিডেন্ট ক্যামেলা হ্যারিস। গণতন্ত্রের প্রতি আস্থা রাখায় মার্কিনিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এই জয় এতো সহজ ছিল না বলেও জানান ক্যামেলা। ভাষণে বলেন, নতুন নেতা নির্বাচনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের মানুষ নতুন যুগের সূচনা করেছেন। জয়ের পর এটাই তার প্রথম ভাষণ।