মার্কিন ভিসা নীতি নিয়ে উদ্বিগ্ন নয় র্যাব
- আপডেট সময় : ০৮:৩৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
- / ১৬৬৪ বার পড়া হয়েছে
মার্কিন ভিসা নীতি নিয়ে উদ্বিগ্ন নয় র্যাব। জঙ্গি ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে আগের মতোই কাজ করে যাবে সংস্থাটি। এমনটি জানিয়েছেন, রেবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। দুপুরে রাজধানীর কাওরানবাজারে রেব মিডিয়া সেন্টারে, ঢাকার আশুলিয়ায় একই পরিবারের ৩ জনকে হত্যার মূলহোতা সাগর আলী ও তার স্ত্রী- ইশিতা বেগমকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে এসব কথা জানা তিনি।
গাজীপুরের মৌচাক থেকে প্রতারক সাগর ও তার স্ত্রী-ঈশিতা কবিরাজি চিকিৎসা দেয়ার কথা বলে আশুলিয়ায় মোক্তারের বাসায় যায়। সেখানে গত ২৯ সেপ্টেম্বর মোক্তার ও তার স্ত্রী এবং ছেলেকে শরবতের সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে ঘুম পাড়ায়। এরপর বাসা তল্লাশি করে মাত্র ৫ হাজার টাকা পাওয়ার পর বটি দিয়ে সবাইকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
রেব জানায়, গ্রেফতারকৃত সাগর আলী ও ইশিতা বেগম ২০২০ সালে টাঙ্গাইলে মাত্র ২শ’ টাকার জন্য একই পরিবারের ৪ জনকে একই কায়দায় গলাকেটে হত্যা করে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেব জানান, মার্কিন ভিসানীতি নিয়ে ভাবছে না তারা। দেশে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়ম অনুযায়ী আগের মতোই কাজ করবে রেব। এসম তিনি আরো জানান, আসন্ন সংসদ নির্বাচন ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা ও অবৈধ অস্ত্র ব্যবহারের সুযোগ দেবে না রেব।