মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নতুনভাবে জানতে শুরু করেছেঃ পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে কাজ করছে যুক্তরাষ্ট্র। ঢাকা সফরের দ্বিতীয় দিন সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমিনের সাথে প্রায় দু ঘন্টার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান। তিনি বলেন, বঙ্গবন্ধুর পলাতক খুনী রাশেদ চৌধুরীকে ফেরত পাঠাতেও নতুনভাবে কাজ চলছে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নতুনভাবে জানতে শুরু করেছে।
বুধবার ঢাকায় আসেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অফ স্টেট স্টিফেন ই বিগান। তিনদিনের ঢাকা সফরের দ্বিতীয় দিন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সাথে প্রায় দু ঘন্টার বৈঠকে মিলিত হন তিনি।পরে এক সংবাদ সম্মেলনে বিগান জানান কোভিড-১৯ নিয়ে একসাথে কাজ করবে যুক্তরাষ্ট্র। এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের ওপর চাপ বাড়াতেও কাজ করছে যুক্তরাষ্ট্র।
বাংলাদেশ ভৌগলিকভাবে গুরুত্বপুর্ন হওয়ায় এদেশে ব্যবসা বাণিজ্যের প্রসার নিয়েও বেশ আশাবাদী বিগান।পররাষ্ট্রমন্ত্রীও জানান বাংলাদেশকে কখনোই ভারতের চোখে দেখেনা যুক্তরাষ্ট্র, তার প্রমান এদেশে বিগানের এই সফর।
এসময় বঙ্গবন্ধুর খুনীর ব্যাপারে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান ড. এ কে আব্দুল মোমেন।