মার্ক জাকারবার্গ এবং তার স্ত্রীর বিরুদ্ধে হয়রানি ও বৈষম্যর অভিযোগ এনে মামলা করেছেন প্রাক্তণ গৃহকর্মী
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
- / ১৫১৭ বার পড়া হয়েছে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এবং তার স্ত্রী প্রিসিলা চ্যানের বিরুদ্ধে হয়রানি ও বৈষম্যর অভিযোগ এনে মামলা করেছেন দুই প্রাক্তণ গৃহকর্মী।
বিজনেস ইনসাইডারের প্রতিবেদন সূত্রে জানা যায়, মামলা দায়ের করা ওই দুই ব্যক্তি হচ্ছেন মিয়া কিং ও অন্যজন জন ডো। তারা অভিযোগ করেছেন, লিয়াম বুথ নামের মার্ক জাকারবার্গের একজন প্রধান সহযোগী তাদের হয়রানি করেছেন। পাশাপাশি মার্ক জাকারবার্গ দম্পতির কাছ থেকে তারা প্রয়োজনীয় কাজের বিরতি পাননি। অতিরিক্ত সময়ের ভাতা প্রদান করেননি। এ বিষয়ে জাকারবার্গের মুখপাত্র জানিয়েছেন, তদন্তে বৈষম্যমূলক আচরণের কোনো প্রমাণ পাওয়া যায়নি।