মার্শাল ল’ থেকে জন্ম নেয়া বিএনপি এখন গণতন্ত্রের ছবক দিচ্ছে : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৮:৩২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
দেশের গণতন্ত্র পরিস্থিতি নিয়ে বিএনপি নেতাদের অভিযোগের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মার্শাল ল’ থেকে জন্ম নেয়া বিএনপি এখন গণতন্ত্রের ছবক দিচ্ছে। সকালে নিজ বাসভবনে গণমাধ্যমে দেয়া ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের আরো বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এসে এখনও নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভ্রান্ত করছে বিএনপি।
দেশের চলমান রাজনীতি ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সোমবার সকালে সরকারি বাসভবনে গণমাধ্যমে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুরুতেই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এসেও দেশের গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এদিকে, বিকেলে রাজধানীর একটি হোটেলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন উন্নয়নশীল দেশে উন্নীত হওয়াটাই মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সফলতা।