মালদ্বীপের পার্লামেন্টে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
সফরের দ্বিতীয় দিনে মালদ্বীপের পার্লামেন্টে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি মালদ্বীপের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো এগিয়ে নেয়ার প্রত্যাশা জানান।
ভাষণে মালদ্বীপের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান শেখ হাসিনা। তিনি আরো বলেন, এসডিজি’র লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে তার সরকার। দেশের ডিজিটাল খাতকে আরো উন্নত করে অর্থনৈতিক ভিত মজবুত করার জন্য নানা পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। অর্থনৈতিক মুক্তির অগ্রযাত্রায় মালদ্বীপের সরকারি-বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে আগামী ৫০ বছরে বাংলাদেশ ও মালদ্বীপ উন্নয়নের অংশীদার বলেও মন্তব্য করেন তিনি।