মালদ্বীপে দুই প্রবাসী বাংলাদেশির অস্বাভাবিক মৃত্যু

- আপডেট সময় : ০৮:৫৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
- / ১৭০৫ বার পড়া হয়েছে
মালদ্বীপে একই দিনে আবিদ হাসান ও মোহাম্মদ আখতারুল নামের দুই প্রবাসী বাংলাদেশির অস্বাভাবিক মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মালদ্বীপের বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সেলর মো. সোহেল পারভেজ।
জানা গেছে, এদিন দায়িত্বে থাকা অবস্থায় মালদ্বীপের হুলহুমাল শহরে কবরস্থানের পাশে পার্ক করা একটি ভ্যানের ভেতরে আবিদ হাসানকে অচেতন অবস্থায় পাওয়া যায়। এরপর স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ এসে তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই আবিদ হাসানের মৃত্যু হয়েছিল বলে নিশ্চিত করে চিকিৎসকরা। তিনি কুমিল্লা জেলার বুড়িচং থানার সুন্দরাম গ্রামের মৃত মফিজুল ইসলামের ছেলে। অন্যদিকে, একই দিনে দেশটির আলিফুশী আইল্যান্ডে কর্মরত অবস্থায় স্ট্রোক করে মারা যান ৩৬ বছর বয়সী মোহাম্মদ আখতারুল। তিনি মেহেরপুর জেলার গাংনী উপজেলার দেবীপুর গ্রামের মো. অফেজ উদ্দিনের ছেলে।দেশটির পুলিশ জানিয়েছে, তাদের অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে তদন্ত চলছে।