মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ইসমাইল সাবরি ইয়াকুব
- আপডেট সময় : ০৭:৫৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দেশটির সাবেক উপ-প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। চলতি সপ্তাহের শুরুতে সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর তিনি পরবর্তী সরকার গঠনের অপেক্ষায় আছেন । দেশটির গণমাধ্যম এবং আইন প্রণেতারা বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন।
গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান মুহিউদ্দিন ইয়াসিন। সে সময় জোট থেকে সমর্থন হারানোর কথা স্বীকার করেন তিনি। তার ১৭ মাসের ক্ষমতায় দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি এবং অর্থনৈতিক মন্দার কারণে দেশের রাজনীতিতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় । দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়, ইসমাইল সাবরি ২২২ আসনের পার্লামেন্টে ১১৪টি আসনে সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেয়েছেন। যে কোনো নতুন প্রধানমন্ত্রীকে পার্লামেন্টের আস্থা ভোটের মুখোমুখি করতে চান সাংবিধানিক রাজা বাদশাহ আল-সুলতান আবদুল্লাহ। তার মতে, এতে করে তাদের সংখ্যাগরিষ্ঠ সমর্থন রয়েছে কীনা তা পরখ করা সম্ভব হয়।