মালয়েশিয়ায় আটক সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ খায়রুজ্জামানকে মুক্তি দেওয়া হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৫:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
মালয়েশিয়ায় আটক বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ খায়রুজ্জামানকে মুক্তি দেওয়া হয়েছে। স্ত্রীকে ফোন করে মুক্তির খবর নিজেই জানিয়েছেন তিনি। আজ ফ্রি মালয়েশিয়া টুডে এ প্রতিবেদন প্রকাশ করেছে।
খায়রুজ্জামানের আইনজীবী জানান, ‘তাঁর মুক্তিতে কোনো শর্ত আরোপ করা হয়নি। তিনি এখন পুরোপুরি মুক্ত।’ মুক্তির পর মোহাম্মদ খায়রুজ্জামান যুক্তরাষ্ট্রে গিয়ে তাঁর স্ত্রীর সঙ্গে দেখা করতে চান বলে জানিয়েছেন। গত ৯ ফেব্রুয়ারি মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের আমপাং এলাকার বাসা থেকে খায়রুজ্জামানকে আটক করা হয়। মালয়েশিয়ায় এক দশকেরও বেশি সময় ধরে শরণার্থী হিসেবে আছেন তিনি। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজাহ যাইনুদ্দিনও দ্য স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।