মাশরুম চাষে সাফল্যের নজির গড়েছেন যশোর ঝিকরগাছার এক উদ্যোক্তা
- আপডেট সময় : ০৭:১০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
মাশরুম চাষ করে সাফল্যের নজির গড়েছেন যশোরের ঝিকরগাছার এক উদ্যোক্তা। উৎপাদনমুখি এ শিল্প থেকে আয় করছেন লাখ লাখ টাকা। তার খামারে কাজ করে অনেকের বেকারত্ব দূর করার পাশাপাশি সৃষ্টি করছেন নতুন কর্মসংস্থান। তার সাফল্য দেখে অনেকেই আগ্রহী হয়েছেন মাশরুম চাষে।
কৃষি বিভাগ জানায়, যশোরে জনপ্রিয় ছিলো মাশরুম চাষ। সরকারি ও নিজ উদ্যোগে জেলায় প্রায় সহ্রাসাধিক মাশরুম উদ্যোক্তা গড়ে ওঠে। সরকারের কৃষি মন্ত্রণালয় গৃহিত মাশরুম উন্নয়ন ও জোরদারকরণ প্রকল্পের মাধ্যমে এটি বিকশিত হলেও ২০১৪ সালে প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় ঝরে পড়ে মাশরুম উদ্যোক্তারা। বলা যায়, বিলুপ্ত হয়ে যায় সম্ভাবনায় এ শিল্প। এমন পরিস্থিতিতেই মাশরুম চাষের নতুন সম্ভাবনা দেখাচ্ছেন ঝিকরগাছার শংকরপুর কুলতলা গ্রামের কৃষক এমাদুল হক। অন্য ফসল চাষের পাশাপাশি বাড়ির পাশেই গড়ে তুলেছেন মাশরুমের খামার। স্বল্প পুঁজি নিয়ে শুরু করা মাশরুম চাষ এখন বড় খামারে পরিণত। তার খামারের উৎপাদিত মাশরুম ও চারা জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের অন্যান্য জেলাতেও।
এমাদুল হকের এ মাশরুম খামারে কর্মসংস্থানের সুযোগ হয়েছে অনেক বেকার নারী ও পুরুষের।
তার মাশরুম চাষের সম্প্রসারণে এগিয়ে এসেছে কৃষি বিভাগ। ইতোমধ্যে কৃষি মন্ত্রণালয়ের এনএটিপি-২ প্রকল্পের মাধ্যমে ৫ লাখ ২২ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে।
বাড়ির আঙ্গিনায় ছোট পরিসরে উৎপাদনমুখী মাশরুম শিল্প গড়ে হাজার হাজার টাকা আয় হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা।