মাশরুম চাষে সাফল্য দেখিয়ে আলোচনায় নারী উদ্যোক্তারা
- আপডেট সময় : ১১:০৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
- / ১৭৭৪ বার পড়া হয়েছে
লালমনিরহাটে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে লাভজনক ফসল মাশরুম চাষ। এরই মধ্যে মাশরুম চাষে সাফল্য দেখিয়ে আলোচনায় এসেছেন প্রত্যন্ত গ্রামের এক নারী উদ্যোক্তা। অল্প পুঁজি বিনিয়োগে বসতবাড়ির অব্যবহৃত জায়গায় লাভজনক মাশরুম চাষে আয় বেশি হওয়ায় অনেকেই ঝুঁকছেন উদ্যোক্তা হতে।
লালমনিরহাট সদরের গোকুন্ডা গ্রামের নারী উদ্যোক্তা সেলিনা সুইটি। গেলো বছর নিজ বাড়ির অব্যবহৃত জায়গায় শুরু করেন মাশরুম চাষ। স্বল্প প্রশিক্ষণ নিয়েই ৫০টি স্পন দিয়ে শুরু এই কারবার এখন ১০ গুণ বেশি। প্রতিদিনই ৫০ কেজি মাশরুম পাওয়া যাচ্ছে। উৎপাদিত মাশরুমের খরচ কেজিপ্রতি ৭০ টাকা। আর বিক্রয় হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকায়
এ সব্জি চাষে বাড়তি কোন জায়গার প্রয়োজন হয় না। ভালো মানের মাশরুম বীজ উৎপাদনে ল্যাব স্থাপনের জন্য স্বপ্ন দেখেন এই সেলিনা সুইটি।
নতুন এই ফসল উৎপাদনে সার্বিক সহযোগিতা রয়েছে কৃষি বিভাগের।
সম্ভাবনাময় মাশরুম চাষে আগ্রহীদের প্রশিক্ষণ আর বাজারজাত করণ সুবিধা পেলে এটি চাষ করে স্বাবলম্বী হওয়া যাবে বলে প্রত্যাশা চাষীদের।