মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মানাতে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন
- আপডেট সময় : ০৭:১৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণ রোধে রাজশাহী, চট্টগ্রাম ও ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মানাতে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন। টহল দিচ্ছে ভ্রাম্যমান আদালত।
করোনা সংক্রমণ বাড়তে থাকায় রাজশাহীতে স্বাস্থ্যবিধি মানাতে মাঠে নেমেছে জেলা প্রশাসন। সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত মাস্ক বিতরণ করে। রাজশাহীতে সকাল-বিকেল ভ্রাম্যমান আদালতের ৪টি দল এই কার্যক্রম পরিচালনা করছে।
অন্যদিকে স্বাস্থ্যবিধি মানাতে ও মাস্ক ব্যবহারে সাধারণ মানুষকে সচেতন করতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। সকাল থেকে ৬ জন ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে নগরজুড়ে অভিযান চালানো হয়। এছাড়া সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মানতে কমিউনিটি সেন্টার ও ক্লাবসহ ১১৩টি প্রতিষ্ঠানকে জনসমাগম কমাতে সতর্ক করে চিঠি দেয়ার কথাও জানান জেলা প্রশাসক।
এদিকে, করোনা সচেতনতায় ময়মনসিংহ জেলা পুলিশ জনগণের মাঝে আবার মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ শুরু করেছে।