মাস্ক সরবরাহের মামলায় সাবেক ছাত্রলীগ নেত্রী শারমিন জাহান তিনদিনের রিমান্ডে
- আপডেট সময় : ০৯:২৩:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০
- / ১৬২০ বার পড়া হয়েছে
নকল ও নিম্নমানের মাস্ক সরবরাহের মামলায় গ্রেফতার অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী সাবেক ছাত্রলীগ নেত্রী শারমিন জাহানকে তিনদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
দুপুরে তাকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড চায় গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলাম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে, রিজেন্ট হাসাপাতালের এমডি গ্রেফতারের পর ১০ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে আদালত ।
করোনা মহামারিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সুরক্ষায় মাস্ক সরবরাহ করে অপরাজিতা ইন্টারন্যাশনাল।
গুণগতমান ঠিক রেখে দু’দফা মাস্ক সরবরাহ করলেও তৃতীয় দফায় নিম্ন মানের মাস্ক সরবরাহ করে প্রতিষ্ঠানটি। এমন অভিযোগের সত্যতা পাওয়ার পর প্রতিষ্ঠানের মালিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিষ্টার শারমীন জাহানের বিরুদ্ধে শাহবাগ থানায় গেল বৃহস্পতিবার মামলা করে বিএসএমএমইউ কর্তৃপক্ষ।
মামলা পরদিন শুক্রবার রাতেই শাহবাগ এলাকা গ্রেফতার করা হয় শারমিন জাহানকে। প্রতিষ্ঠানটির দুর্নীতির নেপথ্যের খবর জানতেই আসামীর ৩ তিন দিনের রিমাণ্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে আবেদন মঞ্জুর করে আদালত।
এ সময় শারমিন জাহান ষড়যন্ত্রের শিকার বলে দাবী করেন আসামী পক্ষের আইনজীবী।
আলোচিত রিজেন্ট হাসপাতালের উত্তরা শাখার এমডি মিজানুর রহমানকে গেল রাতে গোপালগঞ্জ থেকে গ্রেফতারের পর উত্তরা পশ্চিম থানার মামলায় ১০ দিনের রিমাণ্ড ও মঞ্জুর করে আদালত।