সব সমালোচনা জবাব ব্যাট হাতে দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ
- আপডেট সময় : ০১:৪৪:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
- / ১৭৯৩ বার পড়া হয়েছে
সব সমালোচনা জবাব ব্যাট হাতে দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি উৎসর্গ করেছেন দুর্দিনে পাশে থাকা মানুষদের। তবে, সবকিছুর জন্য কৃতজ্ঞতা পোষন করলেন সৃষ্টি কর্তার প্রতি। সামনের ম্যাচগুলোতেও ভালো খেলার প্রত্যাশা সাইলেন্ট কিলারের।
বছরের হিসেবে আট বছর পর বিশ্ব মঞ্চে সেঞ্চুরি মাহমুদউল্লাহ রিয়াদের। নিরবতা ভেঙ্গে গণমাধ্যের মুখোমুখি সাইলেন্ট কিলার। ছিলো না আক্ষেপ, শুধুই প্রাপ্তি রিয়াদের কণ্ঠে।
পরিসংখ্যান ঘাটলে দেখা যায় সবশেষ ৭ মাস আগে জাতীয় দলে খেলেছেন সাইলেন্ট কিলার। মিস করেছেন ঘরে বাইরে দ্বিপাক্ষিক সিরিজ আর এশিয়া কাপের বড় টুর্নামেন্ট।
হৃদয়ে রক্তক্ষরণ, চোখে-মুখে কষ্টের ছাপ। তার প্রকাশ করলেন না কিছুই। দলের বাজে পারফরমেন্সের কারণে জানতে চাইলেও নিশ্চুপ মাহমুদউল্লাহ।
তবে, ভুলে যাননি দুঃসময়ে পাশে থাকা মানুষদের। যাদের উৎসর্গ করলেন সেঞ্চুরিতে। অর্জনে সৃষ্টিকর্তাকেও স্মরন করলেন রিয়াদ।
হতাশার বিশ্বকাপে প্রাপ্তি কেবল মাহমুদউল্লাহ রিয়াদের রানে ফেরা। যিনি এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটার।