মা ইলিশ ধরার অপরাধে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে ১২ জেলেকে কারাদন্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
সরকারি নির্দেশ অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে সিরাজগঞ্জের চৌহালীর যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে ১২ জেলেকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান আটক ১২ জেলেকে ১০ দিন করে কারাদন্ড দিয়েছেন। এ সময় জব্দ করা ১৫ হাজার মিটার কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে নষ্ট করা হয় এবং ১৫ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়। এ সময় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন সহ অনেকেই উপস্থিত ছিলেন।