মা-ছেলেকে অপহরণের ঘটনায় রংপুর সিআইডি’র এএসআই ও কনস্টেবল সাময়িক বরখাস্ত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
দিনাজপুরের চিরিরবন্দর থেকে মা-ছেলেকে অপহরণের ঘটনায় রংপুর সিআইডি’র এএসআই হাসিনুর রহমান ও কনস্টেবল আহসানুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গতকাল রংপুর সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আতাউর রহমান জানান, ‘মা-ছেলেকে অপহরণের ঘটনায় এএসআই ও কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় গ্রেফতার রংপুর সিআইডির এএসপি সরোয়ার কবীর সোহাগকে এখনো বরখাস্ত করা হয়নি। ঘটনা তদন্তে সিআইডি দিনাজপুরের পুলিশ সুপার পংকজ কুমারকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চিরিরবন্দর থেকে মা-ছেলেকে অপহরণের পর মুক্তিপণ নিতে এসে–২৪ আগস্ট বিকালে পুলিশের হাতে আটক হয় সিআইডির এএসপি সারোয়ার কবির, এএসআই হাসিনুর রহমান ও কনস্টেবল আহসানুল হক। পরে পুলিশ অভিযান চালিয়ে মূলহোতা পলাশকে আটক করে। এ ঘটনায় জাহাঙ্গীর আলম বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।