মিতু হত্যায় নিজের করা মামলায় গ্রেপ্তার সাবেক এসপি বাবুল আক্তার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৮:২৩ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২
- / ১৫৩০ বার পড়া হয়েছে
চট্টগ্রামে আলোচিত মিতু হত্যায় পাঁচলাইশ থানায় নিজের করা মামলায় গ্রেপ্তার হলেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। রোববার সকালে চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত বাবুল আক্তারকে গ্রেপ্তারের আদেশ দেয়।
গত ৩০ ডিসেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বাবুল আক্তারকে গ্রেপ্তারের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় নগরের পাঁচলাইশ থানায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের করা মামলায় তাকেই গ্রেফতারের আদেশে দেয় আদালত। একই ঘটনায় মিতুর বাবার দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল বাবুলকে। তিনি এখন কারাগারে রয়েছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আবু জাফর জানান, আদালত তদন্তে সন্তুষ্ট হয়ে এ আদেশ দিয়েছে।