মিয়ানমারের জান্তার ৩৩০ জনকে ফেরত
- আপডেট সময় : ০৭:২৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭৫০ বার পড়া হয়েছে
বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের ৩৩০ সেনাকে ফেরত পাঠানো হয়েছে। হস্তান্তর প্রক্রিয়ায় কক্সবাজারের ইনানী জেটিঘাট থেকে তাদের পর্যটকবাহী জাহাজে তোলা হয়। এসময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, সীমান্ত দিয়ে মিয়ানমারের একজন নাগরিককেও আর বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না।
মিয়ানমারের আরাকানের অভ্যন্তরীণ সংঘাতের জেরে ৪ ফেব্রুয়ারী বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করে সেদেশের নাগরিক। এরপর টানা তিনদিন ৭ ফেব্রুয়ারি বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যসহ মিয়ানমারের মোট ৩৩০ নাগরিক। পরে বিজিবি তাদের নিরস্ত্র করে আত্মসমর্পণে বাধ্য করে। এ নিয়ে গেলো ৭ দিন নানা টানা পোড়েনের মধ্যে সিদ্ধান্ত হয় তাদের ফিরিয়ে নেয়ার। এই প্রক্রিয়ার চূড়ান্ত রূপ দিতে বৃহস্পতিবার সকালে কক্সবাজারের ইনানীর নৌ বাহিনীর জেটি ঘাটে আয়োজন হয় অনুষ্ঠানের। দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর আলোচনা শেষে মিয়ানমারের নাগরিকদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের কর্নেল মাউও থোরা নাউ। আর বাংলাদেশের ৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম।
হস্তান্তর প্রক্রিয়া শেষে গণমাধ্যমে কথা বলেন বিজিবি মহাপরিচালক। বলেন, উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবিলায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বিজিবির ডিজি আরো জানান, সীমান্তে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে তার সংস্থা। বাংলাদেশে আশ্রয় নেয়া ৩৩০ জনের মধ্যে ৩০২ জন বিজিপি সদস্য, ৪ জন বিজিপি পরিবারের সদস্য, ২ জন সেনা সদস্য, ১৮ জন ইমিগ্রেশন সদস্য এবং ৪ জন বেসামরিক নাগরিক।