মিয়ানমার থেকে মা-দক আনতে জা-ল টাকার ব্যবহার, তিন সদস্য গ্রে-ফতা
- আপডেট সময় : ০৯:২৭:৪১ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
- / ১৬৫০ বার পড়া হয়েছে
মিয়ানমার থেকে মাদক আনতে ব্যবহৃত হতো জাল টাকা। জাল টাকা তৈরির এমনই এক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ। সঙ্গে ভারতীয় ১ লাখ জাল রুপি ও প্রায় ১০ লাখ জাল টাকা জব্দ করা হয়। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এসব তথ্য জানিয়ে উপকমিশনার বলেন, চক্রটি এ পর্যন্ত ৫ কোটিরও বেশি ভারতীয় জালরুপি বানিয়ে তা ছড়িয়ে দিয়েছে।
গ্রাফিক্স ডিজাইনার থেকে পরবর্তীতে জাল টাকা ছাপানো চক্রের প্রধান রবিন। লাখ টাকা ছাপাতে মাত্র কয়েক ঘণ্টায় রবিনের সহযোগী ছিলেন হুমায়ূন ও শফিউল্যা।
অবশেষে বিপুল পরিমাণ ভারতীয় জাল রুপি-টাকা এবং টাকা তৈরীর সরঞ্জামাদীসহ গ্রেফতার করেছে পুলিশ।
রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান, লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: জাফর হোসেন।
উপ-কমিশনার জানান, চক্রটি ২০০৭ থেকে জাল টাকা বানিয়ে মাদকের ব্যবসা শুরু করে।
সীমান্তে মাদক বা বিভিন্ন সামগ্রী কিনতে এই জাল রুপি ও টাকা ব্যবহার করতো চক্রটি।