মিরপুরের কালশী বাউনিয়াবাঁধ বস্তিতে আগুনে অন্তত দেড়শো ঘর ও ২০ টি দোকান পুড়ে গেছে
- আপডেট সময় : ০৩:৫৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯
- / ১৫৫১ বার পড়া হয়েছে
রাজধানীর মিরপুরের কালশী বাউনিয়াবাঁধ বস্তিতে আগুনে অন্তত দেড়শো ঘর ও ২০ টি দোকান পুড়ে গেছে। ঘরবাড়ি হারিয়ে অনেকে এখন খোলা আকাশের নিচে। বৃহস্পতিবার দিবাগত রাতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আড়াই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি বলেন, ক্ষতিগ্রস্তদের জন্য খাবার, শীতবস্ত্রসহ সার্বিক সহযোগিতা দেয়া হবে।
বৃহস্পতিবার মধ্যরাতে দাউ দাউ করে জ্বলে উঠে কালশীর বাউনিয়া বাঁধের এই বস্তি। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বস্তিতে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। ১১টি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও এরমধ্যে পুড়ে যায় দুই শতাধিক ঘর।প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুন লাগার পরই বস্তিবাসীরা দৌড়ে বেরিয়ে আসে। এখন এসব মানুষ খোলা আকাশের নিচে।
খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস মোল্লা ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচিসহ অনেকেই ছুটে আসেন ঘটনাস্থলে। ঘর ছেড়ে দ্রুত বের হয়ে প্রাণে বাঁচলেও জিনিসপত্র পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছেন বাসিন্দরা। তীব্র শীতের মধ্যে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন বস্তিবাসীরা।
আপস…