মিরপুরে অগ্নি-গবেষণা ও প্রশিক্ষণকেন্দ্রে এর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ১১:০৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
সারাদেশে অগ্নিনিরাপত্তা জোরদার করতে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে প্রতি বছরের মতো এ বছরও পালন করা হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ।বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে অগ্নি-গবেষণা ও প্রশিক্ষণকেন্দ্রে এর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এসময় তিনি বলেন, অতীতের তুলনায় বর্তমানে ফায়ার সার্ভিসের সক্ষমতা বেড়েছে।
মুজিববর্ষে শপথ করি, দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ থেকে সারাদেশে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১। রাজধানীর মিরপুরে অগ্নি-গবেষণা ও প্রশিক্ষণকেন্দ্রে এর উদ্বোধন করেন,স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে সশ্রদ্ধ অভিবাদন জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি সুসজ্জিত কনটিনজেন্টের সদস্যরা।
প্যারেডে ফায়ার সার্ভিসের চৌকষ দলের সালাম গ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আলোচনায় যোগদিয়ে সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক বলেন, অগ্নিনিরাপত্তা জোরদারে ও সচেতনতা বাড়াতে সপ্তাহ উদযাপনের শুরু।
আর স্বরাষ্ট্রমন্ত্রী এই সংস্থার বিভিন্ন অগ্রগতি তুলে ধরেন। জানান, বর্তমান সরকারের সময় এ খাতে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে।
সপ্তাহব্যাপী সারাদেশে মহড়া ও গণসংযোগ , ক্রোড়পত্র প্রকাশ, যান্ত্রিক শোভাযাত্রা, লিফলেট ও পোস্টার বিতরণ এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করা হবে।