মিরপুরে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন দেখতে মাঠে হাজির বিসিবি সভাপতি
- আপডেট সময় : ০৮:৩৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
রাজধানীর মিরপুরে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন দেখতে মাঠে হাজির হয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় কথা বলেছেন অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গেও। এশিয়া থেকে টি-টুয়েন্টি ফরম্যাটে নতুন বাংলাদেশকে দেখা যাবে বলে ঘোষণা দিয়েছেন বোর্ড সভাপতি। তবে, পরিবর্তন বিষয়ে কোন ধারণা দেননি তিনি।
টি-টুয়েন্টিতে পালা বদলের ডাক। তপ্ত রোদে সাকিব-মুশফিকের ধারাবাহিক অনুশীলন, দিতে চান আস্থার প্রতিদান। পাশে আছে বিসিবি, জানান দিতে ছুটির দিনে মাঠে হাজির সভাপতি নাজমুল হাসান পাপন।
মাঠে বোর্ড পরিচালক ও কোচিং স্টাফের পর, সাকিব আল হাসানের সঙ্গেও আলাদাভাবে কথা বলেছেন বোর্ড সভাপতি।
সাকিবের এই আত্মবিশ্বাস বিসিবিকে দিচ্ছে সাহস। তবে, টি-টুয়েন্টিতে বিবর্ণ বাংলাদেশের কথা অকপটে শিকার করলেন নাজমুল হাসান পাপন। তাই এশিয়া কাপ থেকেই পুরো দলকে ঢেলে সাজানোর ঘোষণা বোর্ড সভাপতির।
তবে, কেমন হবে সেই পরিবর্তন সে বিষয়ে সুনিদির্ষ্ট ধারণা দেননি, বিসিবি বস।
সামনে বাংলাদেশ দলের ব্যস্ত সূচি। দম ফেলার সুযোগ নেই ক্রিকেটার, কোচিং স্টাফদের। বিসিবির হাতেও তাই একাধিক পরিকল্পনা।