মিরপুরে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল
- আপডেট সময় : ০৮:৩৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
সিরিজকে সামনে রেখে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ। মিরপুরের মুল মাঠে প্রস্তুতি সারেন ক্রিকেটাররা। বিশ্বকাপ ভরাডুবি থেকে উত্তরণের জন্য অনুশীলনে সিরিয়াস ডোমিঙ্গো বাহিনী।
তাই ম্যাচের আদলে অনুশীলন সারলেন ক্রিকেটাররা। পুরো সেশন আম্পায়ার আর কিপারের ভুমিকায় থেকে পর্যবেক্ষণ করলেন ওটিস গিবসন এবং রাসেল ডোমিঙ্গো। এদিকে, টি-টুয়েন্টি সিরিজকে সামনে রেখে দ্বিতীয় দিনের মতো অনুশীলনে পাকিস্তান ক্রিকেট দলও। মিরপুরের একাডেমি মাঠে নিজেদের ঝালিয়ে নেন ক্রিকেটাররা। এদিনও তিন বিভাগে অনুশীলন করে পাকিস্তান। তবে ব্যাটিংয়ে আলাদা নজর ছিলো সফরকারীদের। বিশ্রাম কাটিয়ে এদিন অনুশীলনে যোগ দেন উইকেটরক্ষক ও ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। প্রথম দিন উইকেট কিপিং আর ব্যাটিং অনুশীলন করেছেন তিনি। বুধবার তৃতীয় দিনের মতো অনুশীলন করার কথা বাংলাদেশ ও পাকিস্তানের। ১৯ নভেম্বর শুরু হবে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।