মিরসরাইয়ে দুর্ঘটনায় নিহত ১১ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৩:২১ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
মিরসরাইয়ে দুর্ঘটনায় নিহত ১১ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে রেলওয়ে পুলিশ। গত রাত ১১ টার দিকে আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো হস্তান্তর করা হয়।
নিহতরা আমানবাজার এলাকার ‘আর অ্যান্ড জে’ নামে একটি কোচিং সেন্টারের ছাত্র ও শিক্ষক। রাতেই তাদের দাফন সম্পন্ন করেছে স্বজনরা। এর আগে সিআরবি রেলওয়ে থানায় নিয়ে আসা হয় মরদেহ। এসময় থানার সামনে স্বজন ও প্রতিবেশিদের আহাজারিতে ভারি হয়ে ওঠে স্টেশন এলাকার পরিবেশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীদুল আলম জানান, দুর্ঘটনায় আহত ৭ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশংকাজনক।